বিদ্যালয়টি সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নে সুন্দর বনের কোল ঘেষে মনোরাম পরিবেশে নিভৃত পলিস্নতে অবস্থিত যার গ্রাম ধুমঘাট,মৌজা-ধুমঘাট,দাগ নং-১৭৬০ খতিয়ান নং-৩৬৯/১ শ্যামনগর,সাতক্ষীরা। বিদ্যালয়টি সর্ব প্রথম দুইজন শিক্ষ অনুরাগী ব্যাক্তি জনাব মোঃ মহসীন আলি গাজী এবং তার পিতা আলাহাজ্ব আজিজুল হক সাহেবের উদ্বোক্তায় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের সহযেগিতায় জনাব মোঃ মহসিন আলী গাজী সাহেব বলেন আমি ১ একর ৬শতক জমি দিয়ে ধূমঘাট গ্রামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই কারন এলাকায় কোন নারী শিÿার প্রতিষ্ঠান না থাকায় গরিব ও মোধাবী মেয়েরা শিÿার আলো থেকে বঞ্চিত হচ্ছে।এ থেকে উত্তরনের জন্য আমি ১একর ৬শতক জমি ধূমঘাট নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নামে নিঃশর্ত ভাবে দান করে দিলাম এবং আমার পিতা জনাব আলহাজ্ব আজিজুল হক গাজীর পৃষ্ট পোষকতায় বিদ্যালয়টি গড়ে ওঠে বিধায় তাকে প্রতিষ্ঠাতা সদস্য করা হয়।এভাবে উপস্থিত সকল গন্যমান্য ব্যাক্তি বর্গের আলোচনা অমেত্ম জনাব মোঃমহাসীন গাজী কে দাতা সদস্য এবং জনাব আজিজুল হক গাজী কে প্রতিষ্ঠাতা সদস্য থাকার সিদ্ধামত্ম গৃহীত হয়।এভাবে ২০০২ সালে পহেলা জানুয়ারী বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৪ সালে প্রাথমিক অনুমতি,২০০৭ সালে একাডেমীক স্বীকৃতি ল্ভ করে
প্রাগ ঐতিহাসিক ধারনা মতে ধূমঘাট এক সময়ের রাজা প্রতাপাদিত্যের রাজধানী ছিলে।তৎ কালীন সময় এই খানে একটি বড় পুকুর ছিলে,সেই পুকুর থেকে বহু দুর দুরামেত্মর মানুষেরা এসে ধূম ধামের সহিত কলসে করে পানি নিয়ে যেত।সেই ধুম ধামকে কেন্দ্র করে এই এলাকার নাম করন করেন ধূমঘাট।তাই সেই ইতিহাস ধরে রাখার জন্য এবং নারী শিক্ষার আলো স্পসারনের জন্য সর্ব প্রথম জনাব মহসিন আলী গাজী সাহেব এবং তার পিতা জনাব -আজিজুল হক সাহেবের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি স্থাপন করেন।এই সময় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন জনাব - জি,এম, মুহসীন আলী
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ আব্দুর রাজ্জাক | ০১৯২৪-৬৬২৬৪৩ | e.uisc@yahoo.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
ক্রঃ নং- | শ্রেনী | ছাত্রী সংখ্যা | সাল |
০১ | ৬ষ্ঠ | ৩২ | ২০১২ |
০২ | ৭ম | ৩১ | ২০১২ |
০৩ | ৮ম | ৩০ | ২০১২ |
ক্রঃ নং | নাম | কমিটিতে পদবী |
০১ | জনাব-সায়েদাতুন্নেছা | সভাপতি |
০২ | জনাব-আব্দুর রাজ্জাক | সম্পাদক |
০৩ | জনাব-মৃত্যুঃআলহাজ্ব আজিজুল হক | প্রতিষ্ঠাতা |
০৪ | জনাব-মোঃমহসিন গাজী | দাতা সদস্য |
০৫ | জনাব-হাফিজুর রহমান | বিদ্যোৎ সাহী সদস্য |
০৬ | জনাব-রম্নহুল কুদ্দুস | শিক্ষক প্রতিনিধি |
০৭ | জনাব- বিভূতি মাঝি | শিক্ষক প্রতিনিধি |
০৮ | জনাব-আসমা খাতুন | শিক্ষক প্রতিনিধি |
০৯ | জনাব-তারাপদ মন্ডল | অভিভাবক সদস্য |
১০ | জনাব-মুজিবুর রহমান | অভিভাবক সদস্য |
১১ | জনাব-জি,এম,নজরম্নল ইসলাম | অভিভাবক সদস্য |
১২ | জনাব মোঃ আহাদ আলী | অভিভাবক সদস্য |
১৩ | জনাব-হেম লতা মাঝি | অভিভাবক সদস্য |
ক্রঃ নং | পরীÿার নাম | পরীÿার সাল | পরীÿার্থীর সংখ্যা | উত্তীর্ণের সংখ্যা | পাশের হার |
০১ | জে,এস,সি | ২০১০ | ২০ | ০ | ০% |
০২ | জে,এস,সি | ২০১১ | ১৭ | ১৪ | ৮৩% |
ক্রঃ নং | শ্রেণী | উপবৃত্তির সাল | উপবৃত্তির সংখ্যা |
০১ | ৬ষ্ঠ | ২০১১ | ৬ |
০২ | ৭ম | ২০১১ | ৯ |
০৩ | ৮ম | ২০১১ | ১২ |
বিদ্যালয়টির বয়ষ কাল বেশি না হওয়ায় ছাত্রী দের কোন উচ্চ পদে চাকুরি পাইবার সময় হয় নায়।তবে তারা কৃতিত্বের সহিত পাশকরিয়া লেখা পড়ায় রত আছে।সেই ধারা অনুসারে বিগত ২০১১ সালে জে,এস.সি পরীÿায় কৃতিত্বের সহিত Aগ্রেড এবংA-গ্রেড সহ অন্যান্য গ্রেড নিয়ে উত্তীর্ন হইয়াছে যাহার পাশের হার শতকারা ৮৩%।এটি এলাকার মানুষের কাছে নিঃসন্দেহে সুনাম অর্জন করিয়াছে।সাথে সাথে বিদ্যালয়ের সকল শিÿক ও কর্মচারী সহ ম্যনেজিং কমিটির সদস্য বৃন্দ এলাকার জনসাধারনের কাছে সুনাম অর্জন করেছেন।
ধুমঘাট নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি অতি শীঘ্রই উন্নত করা এছাড়া পাবলিক পরীÿার ফলাফল ১০০ভাগে আনা,বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন পড়াশুনার সুষ্ঠ পরিবেশ বজায় রাখা,মান সম্মত পাট দান করা,সীমানা প্রাচীর তৈরি,শিÿক নিয়োগের ÿÿত্রে নিরপেÿ অবলম্বন করে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিÿক নেওয়া,বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য ম্যনেজিং কমিটির সদস্য বিন্দের পর্যায় ক্রমে বিদ্যালয় পরিদর্শন করা,বিশেষ করে পরীÿার ফলাফল ভালো করার জন্য তিন মাস পরপর অভিভাবক সমাবেশ করা।বিদ্যালয়কে প্রতি বছর স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ এলাকার সকল মানুষের সমন্বয় সাধারন সমাবেশের ব্যবস্থা করা।বাংলাদেশ সরকারের ঘোষনা অনুযায়ী শিÿার ÿÿত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে শিÿার মান কে আরো যুগোপযোগী করা।এই ভাবে ভবিষ্যৎ পরিকল্পনাই হল এই প্রতিষ্ঠানের লÿ্য।
মোঃ আব্দুর রাজ্জাক
পদবীঃ প্রধান শিÿক
মোবাইলঃ ০১৯২৪৬৬২৬৪৩
ই-মেইলঃ নাই
ক্রঃ নং- | ছাত্রীর নাম | শ্রেণী |
০১ | মোছঃ খাদিজা পারভীন | অষ্টম |
০২ | সুমাইয়া পারভীন | অষ্টম |
০৩ | রেশমা খাতুন | অষ্টম |
০৪ | পপি বালা বৈদ্য | অষ্টম |
০৫ | ফতেমা খাতুন | অষ্টম |