বিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনাঃ
বিদ্যালয়ের নামঃ ৩৪নং বুড়িগোয়ালিনী দাতিনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
গ্রামঃ দাতিনাখালী ।
ডাকঃ বুড়িগোয়ালিনী ।
উপজেলাঃ শ্যামনগর।
জেলাঃ সাতক্ষীরা।
বিভাগঃ খুলনা।
বিদ্যালয়ের জমির পরিমানঃ ৬৮শতক, দাগ নং ১৭৫১, খতিয়ান নং ২৭৩।
বিদ্যালয়ের ভবন সংখ্যাঃ ২টি।
টয়লেট সংখ্যাঃ ২টি।
বিদ্যালয়ের ভঙ্গুর কক্ষ আছে ১টি।
বিদ্যালয়ের কক্ষ সংখ্যাঃ সিড়িঘড় সহ ৬টি।
বিদ্যালয়টিতে বিদ্যুৎ সুবিধা আছে।
বিদ্যালয়ের সামনে দিয়ে একটি থানা সংযোগ সড়ক ও একটি দাখিল মাদ্রাসা আছে। এছাড়া বিদ্যালয়ের পাশে ঐতিহ্যবাহী সুন্দরবন আছে।
বিদ্যালয়ের ইতিহাসঃ
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দর বনের কোল ঘেষে চুনানদীর উত্তর পাড়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান জনাব আয়নুদ্দীন গাজীর বাড়িতে মিঞাজান মুন্সী সাহেবের প্রচেষ্টায় একটি পাঠশালা পরিচালনা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে জনাব কেরামত আলী মল্লিক সাবের আয়নুদ্দীন গাজীর বাড়ির পাঠশালাটি পার্শ্ববতী রুপচাঁদ আলী মোড়লের বাড়িতে কার্যক্রম পরিচালনা করতে থাকেন । কয়েক বছর পরে ছাত্র/ছাত্রীর পরিমান বেশি হওয়ায় তিনি তাঁর ছোট ভাই জনাব আব্দুস সামাদ মল্লিককে সঙ্গে নিয়ে পাঠশালাটি পরিচালনা করতে থাকেন । এই পাঠশালাই ১৯৪২সালে দাতিনাখালী প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচিতি লাভ করে। এর কিছু কাল পরে ১৯৬৬সালে অত্র বিদ্যালয়ের ভূমিদাতা রুপচাঁদ আলী মোড়ল ৪৯শতক জমি স্কুলের নামে রেজিষ্ট্রী করে দেন । পরবর্তীতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেরামত আলী মল্লিক সাহেব ভূমিদাতা রুপচাঁদ আলী মোড়লের সাথে সমঝোতায় এসে আরো ১৯শতক জমি মৌখিক ভাবে বিদ্যালয়টি পরিচালনার জন্য বাড়িয়ে নেন। বর্তমান হাল জরিপে স্কুলের নামে ৬৮ শতক জমি পর্চা হয়েছে। বর্তমানে স্থানীয় জনগনের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি অতি মনোরম পরিবেশ পরিচালিত হচ্ছে।
উল্লেখ থাকে যে বিদ্যালয়টি ০১-০৭-১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়েছে। সেখান থেকে বিদ্যালয়ের নাম ৩৪নং বুড়িগোয়ালিনী দাতিনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে জনপ্রিয়তা লাভ করে।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
শেখ অহিদুল ইসলাম | ০১৯১৫-৩৫৯৩৬০ | anamul.uisc@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
বিদ্যালয়ের শ্রেনী ভিত্তিক ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ
শ্রেনী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেনী | ১২ | ২১ | ৩৩ |
১ম শ্রেনী | ২৫ | ৩০ | ৫৫ |
২য় শ্রেনী | ২৪ | ৩১ | ৫৫ |
৩য় শ্রেনী | ২৯ | ২৪ | ৫৩ |
৪র্থ শ্রেনী | ৩৮ | ৩২ | ৭০ |
৫ম শ্রেনী | ২৮ | ৩০ | ৫৮ |
মোট | ১৫৬ | ১৬৮ | ৩২৪ |
কমিটির বিবরনঃ
(S.M.Cকমিটি)
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব,এম,এম নূরমোহাম্মদ | সভাপতি |
০২ | আলহাজ্ব ডাঃনজরুলইসলাম | সহ সভাপতি |
০৩ | আব্দুল জলিল | সদস্য |
০৪ | হায়দার আলী | সদস্য |
০৫ | ইসমাইল হোসেন | সদস্য |
০৬ | ফাতেমা বেগম | সদস্যা |
০৭ | তানজিরা বেগম | সদস্যা |
০৮ | সিরাজুল ইসলাম | সদস্য |
০৯ | হোসনেয়ারা বেগম | সদস্য |
১০ | রাজিয়া সুলতানা | সদস্যা |
১১ | মোঃআবুল হোসেন | সদস্য |
১২ | শেখ অহিদুল ইসলাম | সদস্য সচিব |
(P.T.A কমিটি)
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃলিয়াকত হোসেন | সভপতি |
০২ | এম এম মিজানুর রহমান | সহ সভাপতি |
০৩ | মোঃ নূরুল আমিন মোড়ল | সদস্য |
০৪ | মোঃ আবদুল্যাহ আল মামুন | সদস্য |
০৫ | মোছাঃ রহিমা খাতুন | সদস্যা |
০৬ | মোছাঃ নূরুন্নাহার বেগম | সদস্যা |
০৭ | মোছাঃ ছালমা পারভীন | সদস্যা |
০৮ | মোছাঃ নার্গিস পারভীন | সদস্যা |
০৯ | মোঃ মশিয়ার রহমান | সদস্য |
১০ | শেখ অহিদুল ইসলাম | সদস্য সচিব |
(SLIPকমিটি)
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব এমএম নূরমোহাম্মদ | আহবায়ক |
০২ | হাফেজ মোহাম্মদ আলী | সদস্য |
০৩ | মোঃ শহীদুল্যাহ গাজী | সদস্য |
০৪ | ফাতেমা বেগম | সদস্যা |
০৫ | সোহরাফ হোসেন | সদস্য |
০৬ | তাছলিমা বেগম | সদস্যা |
০৭ | মোঃমশিয়ার রহমান | সদস্য |
০৮ | উমা রানী | সদস্যা |
০৯ | শেখ অহিদুল ইসলাম | সদস্যসচিব |
বিগত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার ফলাফলঃ
২০১৪ সালে DR ভূক্ত | সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন | কৃতকার্য | পাশের হার | এ+ | এ | এ- | বি | সি |
৪৮ | ৪৬ | ৪৬ | ১০০% | ২ | ২২ | ৯ | ১০ | ৩ |
২০১১ সালর শিক্ষাবৃত্তির তথ্য সমূহঃ
শ্রেণীভিত্তিক ছাত্র/ছাত্রীর সংখ্যা | সুবিধাভোগী ছাত্র/ছাত্রীর সংখ্যা | সুবিধাভোগী পরিবারের সংখ্যা | |||||||
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | একক পরিবারের সংখ্যা | যৌথ পরিবারের সংখ্যা | সর্বো মোট |
১ম | ৪৬ | ৩৮ | ৮৪ | ৪৩ | ৩৫ | ৭৮ | ২৩৯ | ৩৯ | ২৭৮ |
২য় | ৩৩ | ৪০ | ৭৩ | ২৯ | ৪০ | ৬৯ | |||
৩য় | ৪১ | ৪১ | ৮২ | ৩৪ | ৩৭ | ৭১ | |||
৪র্থ | ৪৫ | ৩০ | ৭৫ | ৪০ | ২৩ | ৬৩ | |||
৫ম | ২১ | ২১ | ৪২ | ১৮ | ১৮ | ৩৬ | |||
মোট | ১৮৬ | ১৭০ | ৩৫৬ | ১৬৪ | ১৫৩ | ৩১৭ |
অর্জনঃ
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
যোগাযোগঃ
শেখ অহিদুল ইসলাম
প্রধান শিক্ষক
৩৪নং বুড়িগোয়ালিনী দাতিনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়
মোবাইলনং ০১৯১৫-৩৫৯৩৬০।
বিগত তিন বছরের মেধাবী ছাত্র/ছাত্রীদের তালিকাঃ
ক্রমিক নং | পরিক্ষার সাল | ছাত্র/ছাত্রীদের নাম |
০১ | ২০০৮ | মোঃ আবু সাঈদ |
০২ | ২০০৯ | মোঃ মিরাজ খালিদ |
০৩ | ২০০৯ | দেবব্রত কুমার মুন্ডা |
০৪ | ২০০৯ | রাসেল হোসাইন |
০৫ | ২০০৯ | মোঃ মোকলেছুর রহমান |
০৬ | ২০১০ | সুরাইয়া বিলকিস |
০৭ | ২০১১ | মনিরা পারভীন |
০৮ | ২০১১ | ইব্রাহিম খলিল |
০৯ | ২০১১ | তানভীর হোসেন |